টাঙ্গাইল পলিটেকনিকে আসুসের রোড শো
টাইগার নিউজ
বিশ্বখ্যাত নোটবুক নির্মাতা আসুসের বাংলাদেশের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের আয়োজনে ২৭ আগস্ট টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজন করা হ রোড শো।
‘আসুস ক্যাম্পাস এক্সপ্রেস@ টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট’ স্লোগানে দিনব্যাপি এই আয়োজনে আসুসের নোটবুক এবং ট্যাবলেট পিসি প্রদর্শন করা। এজন্য প্যাভেলিয়ন সাজানো হয়েছিল।
এতে শিক্ষার্থী এবং দর্শনার্থীদের জন্য আসুস পণ্য পরিচিতি এবং প্যাজল গেম প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেকেই জিতে নেন, টি-শার্ট, আসুস রিস্ট ব্যান্ড, আসুস মিনি ব্যাগ প্যাক, আসুস রাইটিং প্যাড এবং আসুসব্যাজ ইত্যাদি।
সূত্র : ঢাকাটাইমস