কুষ্টিয়ায় ব্যালটে সিল মারার অভিযোগে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার
চতুর্থ পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের দিন কুষ্টিয়া সদরে একটি ভোটকেন্দ্রে এক হাজার ৩২৮টি ব্যালট পেপারে সিল মারার অভিযোগে প্রিজাইডিং অফিসার আশরাফ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় ২ নম্বর কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসার নওয়াবুল ইসলাম বলেন, ‘আগাম সিল মারার অপরাধে রিটার্নিং অফিসার সুখেন কুমার পাল ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আশরাফ উদ্দিনকে প্রত্যাহার করে নিয়েছেন।’
আশরাফ উদ্দিন কুষ্টিয়া ইসলামিয়া কলেজের শিক্ষক বলে জানান নওয়াবুল।
জানা গেছে, আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আশরাফ উদ্দিন রাত ৯টার দিকে ১৩২৮টি ব্যালটের পিছনে নির্বাচন কমিশনের অফিসিয়াল সিল মারেন। এ খবর ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে তাসনিম ও রিটার্নিং কর্মকর্তা সুখেন কুমার পাল কেন্দ্রে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে প্রিজাইডিং অফিসার আশরাফ উদ্দিনকে প্রত্যাহার করার ঘোষণা দেন। পরে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। রিটার্নিং কর্মকর্তা সুখেন কুমার জানান, রাতে ব্যালটে কোনো সিল মারার নিয়ম নেই।
জেলার সিনিয়র নির্বাচন অফিসার নওয়াবুল ইসলাম ঘটনার পর পরই কেন্দ্রে ছুটে যান। তিনি জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের নির্দেশনা অনুযায়ী দোষী কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন।
সূত্র :প্রিয়.কম